উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে

উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভায় সালাম

| রবিবার , ৯ জুলাই, ২০২৩ at ১০:২৪ পূর্বাহ্ণ

উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা গত ৭ জুলাই দোস্ত বিল্ডিংয়ে অনুষ্ঠিত হয়। আগামী ২৫ জুলাই ত্রিবার্ষিক সম্মেলন সফল করতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এরাদুল হক নিজামী (ভুট্টো)। প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আ’লীগের সভাপতি এম এ সালাম। সদস্য সচিব মো. নাছির উদ্দিন রিয়াজের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উত্তর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফারুক আমজাদ খান, যুগ্মসাধারণ সম্পাদক এ কে এম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা।

প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ সমুন্নত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনী বৈতরণী পার হতে অতীতের ন্যায় আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বক্তব্য দেন, মো. আলী আকবর, নূরে আলম সিদ্দিকী, মো. আলী সিদ্দিকী, মো. দিদারুল আলম, এস এম জাহাঙ্গীর আলম সুমন, রেজাউল করিম সাগর, মহসিন খান, কামাল উদ্দিন, আকতার হোসেন, আবদুল্লাহ আল মামুন, মো. পিয়ারু, মো. শওকত, মো. সাইফুল ইসলাম, অ্যাড. মামুন উদ্দীন, দেলোয়ার হোসেন, অ্যাড. সাইফুন্নাহার খুশি, মো. গিয়াস উদ্দীন, হেলাল তালুকদার, মোস্তাফিজুর রহমান বিপ্লব, এস এম সেলিম, জোবায়ের জিকু, ইমরান হোসেন মুন্না, ইঞ্জিনিয়ার এয়াকুব মুন্না, রিয়াজ মোর্শেদ, আরিফ মঈনুদ্দীন প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধসরকার পতনে ৩৬ রাজনৈতিক দলের কর্মসূচি ঘোষণা অচিরেই