উন্নয়নের ধারাবাহিকতায় পটিয়া হবে মিনি সিঙ্গাপুর

সড়কের কাজ পরিদর্শনে হুইপ সামশুল হক

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১১ এপ্রিল, ২০২২ at ৭:২১ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, ২০০৮ সালের পূর্বে একটি জরাজীর্ণ পটিয়া ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই জরাজীর্ণ পটিয়াকে আধুনিক পটিয়া বিনির্মাণের লক্ষ্যে ‘পটিয়া আমার, আমি পটিয়ার’ স্লোগানে একটি ভিশন নিয়ে আমি কাজ শুরু করি। ২০০৮ সালের পটিয়া আর আজকের পটিয়ার মধ্যে অনেক তারতম্য। পটিয়াতে ইতিমধ্যে পাঁচ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। আগামী দুই বছরে তা সাত হাজার কোটিতে উন্নীত হবে। ২০৩০ সালে হবে পঞ্চাশ হাজার কোটি টাকায়। আর এই উন্নয়নের ধারাবাহিকতায় পটিয়া মিনি-সিঙ্গাপুরে রূপান্তর হবে।
তিনি গতকাল রবিবার উপজেলার ভাটিখাইন করল টেগরপূনি সড়কের চলমান উন্নয়নকাজ পরিদর্শনকালে একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, আ.লীগ নেতা সন্তোষ কুমার বড়ুয়া, ছাত্রলীগ নেতা আরাফাত শাকিল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান, চার্লি বড়ুয়া। উল্লেখ্য, প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে এলজিডির অধীনে নির্মানাধীন ২.৫ কিলোমিটার আরসিসি এ সড়কের কাজ চলছে। আগামী ২-১ মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে জানান পটিয়া এলজিডিরি উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধমো. এয়াকুব ছিলেন দলের প্রতি নিবেদিত প্রাণ
পরবর্তী নিবন্ধইমনের সঙ্গে শুটিংয়ে ফিরলেন নিপুণ