স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তুর্ভুক্ত হয়েছে বাংলাদেশ। এ অর্জন অবশ্যই আনন্দের গৌরবের। অনেক বৎসর পর উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেল। এ অর্জন নিয়ে খুব বেশি আত্মতুষ্টিতে না ভুগে সামনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেয়া উচিত। এক সময় বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র্য, দুর্ভিক্ষ, অধিক জনসংখ্যার আর প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে পরিচিত ছিল। নানারকম প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট অনেক দুর্যোগ ও চ্যালেঞ্জ মোকাবেলা করেই বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
-নজরুল ইসলাম অপু, বহদ্দার বাড়ি, বহদ্দারহাট, চট্টগ্রাম।