বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকারের অধীনে দেশের শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক উন্নতি হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক উপবৃত্তি প্রদান, বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, কম্পিউটার ল্যাব স্থাপন, ডিজিটাল পদ্ধতিতে পাঠদানসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় দেশের সকল স্তরের শিশুরা স্কুলমুখী হয়েছে। এখন মাঝপথে আর কোন শিক্ষার্থীকে ঝরে পড়তে হয় না। চন্দনাইশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন চারতলা ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়াও পদ্মা সেতু নির্মাণ, কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ, উড়াল সড়ক নির্মাণ হওয়ায় সড়ক যোগাযোগে এসেছে আমুল পরিবর্তন। অবকাঠামোগত উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনেও শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
তিনি গতকাল চন্দনাইশের সাতবাড়িয়া বহরমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত স্কুল ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। একইদিন তিনি ১ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে বহরমপাড়া আজিজিয়া মাদ্রাসা টু উকিল বাড়ি সড়ক ভায়া হাজী ওমর আলী বাড়ি সড়ক এইচবিবি দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা ইঞ্জিনিয়ার মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরী, আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন শিবলী, বেলাল হোসেন মিঠু, ফোরক আহমদ, এড. এসএম সিরাজুদৌল্লাহ, দিদারুল হক দস্তগীর প্রমুখ।