বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের সুবিধা বঞ্চিত মানুষদের সুখে–শান্তিতে রাখতে, তাদের মুখে হাসি ফুটাতে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, উপবৃত্তিসহ বিভিন্ন ভাতা চালু করেছেন। উন্নত সমৃদ্ধশালী দেশ গড়তে এবং আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি। গতকাল শুক্রবার সকালে চন্দনাইশ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতায় কাঞ্চনাবাদ ইউনিয়নের সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের স্বশরীরে উপস্থিতির মাধ্যমে লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নজরুল ইসলাম চৌধুরী এমপি। জাহাঁগিরিয়া মমতাজিয়া মাদ্রাসা হলে আয়োজিত অনুষ্ঠানে বয়স্ক, বিধবাসহ বর্তমান সরকারের হাজারো উপকারভোগী অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী। ফিল্ড সুপারভাইজার শফিউল আজিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবদুল শুক্কুর। উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।












