আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত ‘আল্লামা নূরী মেধা বৃত্তি পরীক্ষা’ ২৭ ডিসেম্বর সকাল ১০টা হতে বৃহত্তর চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড, হাটহাজারী, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, ভুজপুর, পটিয়া, চন্দনাইশ, আনোয়ারা উপজেলার প্রায় ২০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।
পরীক্ষা পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, যে দেশের নাগরিক যত বেশি শিক্ষিত, সে দেশ তত বেশি উন্নত। আমরা এখন শিক্ষার মূল সংজ্ঞা থেকে অনেক দূরে সরে এসে, একাডেমিক শিক্ষাকে মূল মনে করি। শুধু একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। সঙ্গে সঙ্গে বাস্তবিক পর্যায়ের জ্ঞান আহরণ ও দক্ষতা বৃদ্ধি করতে হবে। নৈতিকতা ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। শিক্ষাকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। বিশ্বায়নের যুগে উন্নত সমৃদ্ধশালী জাতি গঠনে দক্ষ ও প্রশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে ওঠার কোনো বিকল্প নেই।
নেতৃবৃন্দ আরো বলেন, আলোকিত ও মূল্যেবোধ সম্পন্ন সুনাগরিক তৈরী করতে মেধা চর্চার গুরুত্ব অপরিসীম। বিভিন্ন কেন্দ্রে অতিথি এবং বৃত্তি পরিচালনা বোর্ডের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী, বোর্ডের চেয়ারম্যান চবি অধ্যাপক কাউছার হামিদ, জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ রফিকুল ইসলাম, কো–চেয়ারম্যান মাহমুদুল হক রাজিব, কো–চেয়ারম্যান মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, আলহাজ্ব মুহাম্মদ সালেহ আকরাম, বেসরকারী কারাগার পরিদর্শক জোবাইরুল আলম, ডা. লক্ষীধন ত্রিপুরা, অধ্যক্ষ আ.ও.ম ফারুক হোসাইন, আবু তাহের চৌধুরী, মুহাম্মদ মিয়া জুনায়েদ, আবুন নূর মুহাম্মদ হাস্সান নূরী, মুহাম্মদ জাকারিয়া, এম এম সোবাইর, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, অ্যাডভোকেট সলিম উল্লাহ খাঁন, পরিচালনা বোর্ডের সচিব মুহাম্মদ আয়ুব তাহেরী, মাওলানা নাজিম উদ্দিন নূরী, পরিচালনা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাষ্টার হারুনুর রশিদ, এস এম ইকবাল বাহার, আবু হানিফ রিপন, কাযী মুহাম্মদ রুকনুজ্জামান, মাওলানা আনোয়ার রেযা, মাস্টার মুহাম্মদ মাহফুজ, সৈয়দ হোসাইন, মুহাম্মদ নুরুল হুদা আক্কাস, মুহাম্মদ কায়ছার, মুহাম্মদ ওসমান, মুহাম্মদ হানিফ, মুহাম্মদ সিরাজ, মুহাম্মদ আরিফুল ইসলাম হৃদয়, মুহাম্মদ আরিফ মঈনুদ্দীন (মুনির), মুহাম্মদ আলী আকবর সুমন, মাওলানা ছৈয়দুল হক, এন. আলম আজাদ, মুহাম্মদ ইফতেখার পারভেজ, জমিরুল হাসান, মালানা মনির হোসেন, মাওলানা মুনিরুজ্জামান, মাওলানা হারুনুর রশিদ, মুহাম্মদ আজাদ, মুহাম্মদ মতিন, মাওলানা আব্দুল মালেক নূরী, মাওলানা আজিজ উদ্দিন সিদ্দিকী, হাফেজ এমরান কাদেরী, নুরুল হুদা কাদেরী, মুহাম্মদ কায়ছার, মুহাম্মদ আবু তৈয়ব, এমরান হোসেন, সাইফুল ইসলাম, মুহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











