সাবেক মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, সরকারের লক্ষ্য দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করা। সরকারের এই লক্ষ্য বাস্তবায়নে সুশিক্ষার কোন বিকল্প নেই। তাই আমাদেরকে অবশ্যই সুশিক্ষার প্রতি জোর দেয়ার পাশাপাশি লক্ষ্য বাস্তবায়নে শিক্ষার্থীদের মা-বাবা ও শিক্ষক-শিক্ষিকাদের এগিয়ে আসতে হবে।গতকাল শনিবার হাটহাজারী উপজেলার ১৪নং শিকারপুর ইউনিয়নের লালাচন্দ্র বিল সংলগ্ন ইডেন ইংলিশ স্কুলের পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ক্যাম্পাস চত্বরে আয়োজিত প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. খালেদ মাহমুদের সভাপতিত্বে পিঠা উৎসব উদ্বোধন করেন উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনি এমপি।
এ সময় তিনি বলেন, পিঠা-পুলি চিরায়িত বাংলার ঐতিহ্য তথা বাঙালির আদি খাদ্য সংস্কৃতির একটা অংশ। এদেশে খাদ্য সংস্কৃতিতে পিঠা-পুলি একটি বিশেষ স্থান দখল করে আছে। তবে, কালের গর্বে এসব পিঠা-পুলির উৎসব হারিয়ে যেতে বসেছে।
স্কুলের শিক্ষক মাহবুবুল আলম ও কামরুন নাহার কেয়ার যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় পিপি অ্যাডভোকেট কামরুন নাহার বেগম, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার, শিকারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবদুল খালেক এবং অধ্যক্ষ মাহনুর তাসনিম মিলি। প্রেস বিজ্ঞপ্তি।