উন্নত যন্ত্রপাতি, দৃষ্টিনন্দন বহির্বিভাগ

লায়ন্স চক্ষু হাসপাতাল

| রবিবার , ১০ অক্টোবর, ২০২১ at ৬:১৭ পূর্বাহ্ণ

লায়ন্স চক্ষু হাসপাতালের আধুনিকায়নে গতকাল শনিবার প্রতিষ্ঠানটিতে উন্নত যন্ত্রপাতির সমন্বয়ে চিকিৎসকদের চেম্বার, রোগীদের জন্য আরামদায়ক ওয়েটিং রুম ও দৃষ্টিনন্দিত বহিঃবিভাগের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়ন কামরুন মালেক। প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস্‌ ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আল-সাদাৎ দোভাষ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান ও দৈনিক আজাদীর সম্পাদক লায়ন এম এ মালেক, লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন ডা. শ্রী প্রকাশ বিশ্বাস, লায়ন এস. এম. সামশুদ্দিন, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মো. মোস্তাক হোসাইন, লায়ন শাহ আলম বাবুল, ফাউন্ডেশনের সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত, ট্রেজারার লায়ন এস. জোহা চৌধুরী, এসোসিয়েট সেক্রেটারি লায়ন এস.এম. আশরাফুল আলম আরজুসহ ফাউন্ডেশনের সিনিয়র লায়ন নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে চক্ষু বিশেষজ্ঞদের মধ্যে অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী, কর্ণিয়া বিশেষজ্ঞ ডা. সুমেধ দেওয়ান, হাসপাতালের সিনিয়র কন্সালটেন্ট ডা. আলতাফ উদ্দিন খান, কন্সালটেন্ট ডা. সুমনা সরকার, ডা. মোছাম্মৎ আফরোজা আক্তার, ডা. এস.এম. মিজানুল হকসহ হাসপাতালের জুনিয়র কন্সালটেন্ট ও মেডিকেল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা লায়ন্স চক্ষু হাসপাতালকে একটি বিশ্বমানের ও বিশেষায়িত আধুনিক হাসপাতাল গঠনে এবং হাসপাতালকে আধুনিকায়নের মাধ্যমে ইনস্টিটিউট পর্যায়ে উন্নীতকরণে গৃহীত পদক্ষেপসমূহ সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে এতদ্‌ঞ্চলের শহর, গ্রাম-গঞ্জ, দুর্গম পার্বত্য এবং উপকূলীয় এলাকা হতে হাসপাতালে আগত হতদরিদ্র, সুবিধাবঞ্চিত, অসচ্ছল চক্ষুরোগীরা বিশ্বমানের চিকিৎসা ও অপারেশন সেবা পেতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণ : আইনের কঠোর প্রয়োগ চান সমাজবিজ্ঞানীরা
পরবর্তী নিবন্ধবিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ