উন্নত বিশ্ববিদ্যালয়ের সাথে জ্ঞানের আদান-প্রদান দরকার

চবিতে সেমিনারে উপাচার্য

| বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘ফেব্রিকেশন অব থিন-ফিল্ম ফ্লেঙিবল এমআইএম ক্যাপাচিটর ইউজিং ইন্‌কজেক্ট প্রিন্টিং এডিটিভ ম্যানুফেকচারিং’ শীর্ষক সেমিনার চবি বিজ্ঞান অনুষদের ১ নং গ্যালারিতে গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসানের সভাপতিত্বে সেমিনারে বক্তা হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. বশীর ইকবাল মোর্শেদ। বক্তব্য রাখেন সেমিনার কমিটির আহ্বায়ক চবি রসায়ন বিভাগের প্রফেসর ড. মনির উদ্দিন। উপাচার্য বলেন, প্রযুক্তির উৎকর্ষতায় অদম্য গতিতে এগিয়ে চলা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে আমরা পিছিয়ে পড়ব। পৃথিবীর উন্নত বিশ্ববিদ্যালয়ের সাথে জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে একদিকে নিজেদের জ্ঞান ভান্ডার যেমন সমৃদ্ধ করা যায় তেমনি অন্যদিকে লব্ধ জ্ঞান শিক্ষার্থীদের মাঝে বিতরণের ফলে দেশে বহুমাত্রিক দক্ষতা সম্পন্ন আলোকিত মানবসম্পদ তৈরিতে সহায়ক ভূমিকা রাখা যায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজ্যৈষ্ঠপুরা শৈলেন্দ্র-রানুপ্রভা ফাউন্ডেশনের খাদ্য সহায়তা
পরবর্তী নিবন্ধপ্রতিবন্ধীরা পেলেন অনুদান ও সহায়ক উপকরণ