উন্নত দেশ গড়তে মানসম্পন্ন শিক্ষা গ্রহণের বিকল্প নেই

বিজিসি ট্রাস্ট ভার্সিটির নবীন বরণ অনুষ্ঠানে উপাচার্য

| শুক্রবার , ২১ জুলাই, ২০২৩ at ৫:১৭ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সামার (জুলাইডিসেম্বর) সেশনের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, আইন ও ফার্মেসী বিভাগের নবাগত ছাত্রছাত্রীদের নবীন বরণ গত ১৯ জুলাই ড. অনিন্দ্য কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. .এফ.এম আওরঙ্গজেব। সম্মানিত অতিথি ছিলেন আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এ.বি.এম. আবু নোমান। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস.এম. শোয়েব। বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর আ..ম ইউসুফ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. হযরত আলী মিয়া, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাহউদ্দীন চৌধুরী, আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুল হান্নান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মঞ্জুর আলম, ফার্মেসী বিভাগের প্রভাষক জুয়েল মল্লিক, আইন বিভাগের প্রভাষক সিদরাতুল মুনতাহা তৃনা। শতাব্দী রায় মুনের সঞ্চালনায় অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফার্মেসী বিভাগের ছাত্রী পূর্ণতা বড়ুয়া, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র তারেক আজিজ, আইন বিভাগের নাফিজা নাওয়ার খান।

প্রধান অতিথি বলেন, বর্তমান বিজ্ঞানময় প্রতিযোগিতামূলক বিশ্বে যুগোপযোগী ও মানসম্পন্ন উচ্চ শিক্ষা গ্রহনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে সুনাগরিক এবং দেশ প্রেমিক হিসেবে নিজেকে গড়ে তোলার পাশাপাশি একজন দক্ষ মানব সম্পদ হিসেবে নিজেদের তৈরী করতে হবে। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যত প্রজন্ম হিসেবে নিজেদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার প্রত্যয়ে নিজেকে আত্মনিয়োগ করতে হবে। উচ্চশিক্ষা প্রসারে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের মানসম্পন্ন শিক্ষা প্রদান করে আসছে। ইতোমধ্যে অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহন করে সুনামের সাথে দেশ বিদেশে কর্মরত আছে। বিশেষ অতিথি প্রফেসর এ.বি.এম. আবু নোমান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সঠিক পরিকল্পনা অনুসরণ করে অভিভাবকদের স্বপ্ন পূরণে নিজেদের পড়ালেখায় অধিক মনোযোগী হতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ইউপি মেম্বার কল্যাণ এসোসিয়েশনের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধচুনতি অভয়ারণ্যে ২৬ অজগর অবমুক্ত