উন্নত জাতি গঠনে সুশিক্ষা ও দক্ষতা অর্জনের বিকল্প নেই

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লায়ন হাকিম আলী

| সোমবার , ২৮ জুলাই, ২০২৫ at ৫:১৪ পূর্বাহ্ণ

উন্নত জাতি গঠনে সুশিক্ষা ও দক্ষতা অর্জনের বিকল্প নেই। এমন মন্তব্য করেছেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও কর্ণফুলী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা লায়ন মো. হাকিম আলী। গত ২৬ জুলাই কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের শাহ সুফি আজিজ নগরের একটি কনভেনশন সেন্টারে কর্ণফুলী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।হাকিম আলী বলেন, প্রকৃত শিক্ষা অর্জনের জন্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অনেক। আধুনিক শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহবান জানান তিনি। আজকের ক্ষুদে শিক্ষার্থীরা আগামীর দেশ বিনির্মাণ করবে উল্লেখ করে তিনি আরো বলেন, নিষ্ঠা এবং সততার সাথে নিজেকে গড়ে তুলতে পারলে দেশের অগ্রযাত্রা ধরে রাখা সম্ভব হবে।

এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ আজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ নুরের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ডা. শাহ্‌ আলম। প্রধান আলোচক ছিলেন কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বেসরকারি স্কুল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল ইসলাম, চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আহমদ।

বক্তব্য রাখেন মুহাম্মদ গিয়াস উদ্দীন, নুর মোহাম্মদ, গোলাম মোস্তফা। শেষে ৪৫ শিক্ষা প্রতিষ্ঠানের ৯৫০ জন শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুল ও জেনারেল গ্রেডে ২৬০ জন বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও গাছের চারা এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেলা রোভার স্কাউটসের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন
পরবর্তী নিবন্ধবাঁশখালীবাসীর ভালোবাসায় সিক্ত হলেন চিকিৎসক ডা. পি. সি. পাল