উন্নত জাতি গঠনের একমাত্র হাতিয়ার বই

ইডেন নূর ইংলিশ স্কুলে বইমেলা উদ্বোধন

| বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ৫:২০ পূর্বাহ্ণ

হাটহাজারীর শিকারপুরস্থ ইডেন নূর ইংলিশ স্কুলে শিশুকিশোর শব্দসিঁড়ি সাহিত্য একাডেমির উদ্যোগে গতকাল বুধবার হতে দুদিনব্যাপী বইমেলা উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধন করেন কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন স্কুলের ভাইস প্রিন্সিপাল মো. ইয়াছিন সেলিম, শিক্ষানুরাগী জাহেদ জলিল বাবু, ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিন জোবায়ের, মোশাররফ হোসেন, কামরুন্নাহার কেয়া, আকতার, সুগ্রীব চৌধুরী প্রমুখ।

উদ্বোধক বলেন, উন্নত জাতি গঠনের একমাত্র হাতিয়ার বই। প্রকৃত জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করতে বই পড়ার বিকল্প নেই। একমাত্র বইয়ের মাধ্যমে যুব সমাজের অবক্ষয় রোধ সম্ভব। নিয়মিত বই কেনা ও বই পড়ায় অভ্যস্থ করে তোলার জন্য তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে আলোকচিত্র প্রদর্শনী
পরবর্তী নিবন্ধআবহাওয়ার আগাম পূর্বাভাস পেলে জীবন ও সম্পদহানি কমবে