উন্নত অবকাঠামোর সুযোগ নিন

শিল্প উদ্যোক্তাদের মেয়র জিপিএইচ ইস্পাতের অত্যাধুনিক উৎপাদন ব্যবস্থা পরিদর্শন

| বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

ব্যাপক বিনিয়োগের মাধ্যমে বদলে যাওয়া চট্টগ্রামের উন্নত অবকাঠামো ব্যবস্থাকে কাজে লাগিয়ে শিল্পায়নের গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল বুধবার জিপিএইচ ইস্পাতের অত্যাধুনিক উৎপাদন ব্যবস্থা পরিদর্শনকালে তিনি এ আহবান করেন।

মেয়র বলেন, আমি মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই প্রধানমন্ত্রী চট্টগ্রামের অবকাঠামো উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প বরাদ্দ দিয়েছেন। এ প্রকল্পের মাধ্যমে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা বদলে যাবে। শিল্পায়নের ক্ষেত্রে উন্নত যোগাযোগ ব্যবস্থা অতি জরুরি। চট্টগ্রামের আধুনিক যোগাযোগ ব্যবস্থা শিল্পায়নের জন্য অত্যন্ত সহায়ক। প্রধানমন্ত্রী আমাদেরকে রাস্তা করে দিয়েছেন, টানেল করে দিয়েছেন, বন্দরের আধুনিকায়ন করেছেন। এখন শিল্প মালিকদের কাজ হলো আধুনিক সব শিল্পকারখানা স্থাপন করে মুনাফা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান ও দেশের অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করা।

জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল বলেন, একসময় বাংলাদেশ রড, বিলেট আমদানি করত। কিন্তু বর্তমানে আমরা দেশের চাহিদা পূর্ণ করে বিদেশেও রপ্তানি করছি। প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়েছেন তা বাস্তবায়নে জিপিএইচ ইস্পাত কোয়ান্টাম ইলেক্ট্রিক আর্ক ফার্নেসের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে রড উৎপাদন করছে। বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে আমাদের উৎপাদিত উন্নতমানের রড ব্যবহার হচ্ছে, যার ফলে একদিকে বিপুল পরিমাণ বিদেশী মুদ্রার সাশ্রয় হচ্ছে অপরদিকে দেশের শিল্পখাত এগিয়ে যাচ্ছে। মত বিনিময়কালে বক্তব্য রাখেন জিপিএইচের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল।

এ সময় উপস্থিত ছিলেনচসিক প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর গোলাম মো. জোবায়ের, আতাউল্লা চৌধুরী, নুরুল আমিন, আবদুস সালাম মাসুম, পুলক খাস্তগীর, মুহাম্মদ আবুল হাশেম, প্রধান হিসাব কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, প্রকৌশলী মুনিরুল হুদা, জিপিএইচ ইস্পাতের প্রধান কর্পোরেট রিলেশন্স অফিসার শোভন মাহবুব শাহাবুদ্দিন রাজ, মিডিয়া অ্যাডভাইজার অভীক ওসমান, প্রসেস অ্যাডভাইজার আমিরুল ইসলাম, চিফ রিসার্চ অফিসার ড. এস এম সুমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহামুনির এসএসসি-৯২ ব্যাচের পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধ‌‌‘পরিবেশের ভারসাম্য ও জীবন যাত্রা স্বাভাবিক রাখতে বৃক্ষের ভূমিকা অপরিসীম’