উদয়ন সংঘের বস্ত্র বিতরণ ও স্মরণাঞ্জলি

| শনিবার , ২৪ অক্টোবর, ২০২০ at ৯:০৪ পূর্বাহ্ণ

মহাষষ্ঠীতে দক্ষিণ রাউজান উদয়ন সংঘের উদ্যোগে সুবিধা বঞ্চিত মাঝে বস্ত্র বিতরণ ও সমাজ হিতৈষী নিকুঞ্জ বিহারী দাশ ও শিক্ষাবিদ নারায়ণ প্রসাদ দাশের স্মরণসভা উদয়ন দুর্গা মন্দির প্রাঙ্গনে উদয়ন সংঘের সভাপতি প্রকৌশলী সনজিত বৈদ্য পিন্টুর সভাপতিত্বে ও স্মরণাঞ্জলি প্রকাশনা সম্পাদক সুপক দাশ মানুর সঞ্চালনে অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্য দেন, উদয়ন সংঘের সাধারণ সম্পাদক অসীম দাশগুপ্ত। প্রধান অতিথি ছিলেন ১৪নং বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান ও রাউজান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভুপেষ বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক দিবাকর ঘোষ, প্যানেল চেয়ারম্যান ও ৪নং ওর্য়াড মেম্বার শ্যামল বড়ুয়া সেন্টু, স্মরণাঞ্জলি আহ্বায়ক সুজিত দাশ মিন্টু, স্বর্গীয় নারায়ন প্রসাদ দাশের পুত্র উদয়ন সংঘের প্রধান উপদেষ্টা সরোজ কুসুম দাশ, সাবেক প্রধান উপদেষ্টা শিক্ষক সুভাষ বৈদ্য, দুর্গা মন্দিরের উপদেষ্টা শিব প্রসাদ দাশ, ভুপতি ভুষণ মিত্র, উত্তম দাশগুপ্ত, সঞ্চিতা দত্ত মল্লিক, ব্যাংকার রানা দাশ, উদয়ন সংঘের উপদেষ্টা সুজিত দাশ শিবু, গৌরী দাশ, সানু দাশ, অসীম চৌধুরী বাসু, হিমাদ্রি দাশগুপ্ত রাজু, শংকর চৌধুরী, সুজন দাশ, বিপ্লব দেওয়ানজী, নিলয় দেওয়ানজী, লিটন মহাজন, প্রদীপ দে, পানিন দত্ত, মিঠুন মহাজন, সাজু দে, জয় দে, পিনাকী দাশ, কাঞ্চন দাশ প্রমুখ। স্মরণাঞ্জলি উন্মোচন করেন প্রধান অতিথিবৃন্দ।
নিকুঞ্জ বিহারি দাশ ও নারায়ণ প্রসাদ দাশ স্মরণে মোমবাতি প্রজ্বলন উদ্বোধন করেন স্বপ্না দাশ ও গৌরী দাশ। প্রধান অতিথি বক্তব্য নিকুঞ্জ বিহারি দাশ ছিলেন একজন সমাজ সংগঠক, তিনি পূর্ব নোয়াপাড়া সরকারি স্কুলসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানে জমি দান, স্কুল প্রতিষ্ঠান, নলকূপ স্থাপন, কালভার্টসহ অনেক কাজ করেছেন।
কোন জায়গায় নামফলকও রাখেননি। নারায়ণ প্রসাদ দাশ বিনা পারিশ্রামিকে শিক্ষকতা ও বিদ্যালয়ের প্রধানের দায়িত্ব পালন করে বিদ্যালয়ের সুনাম অর্জন করেন। ব্রহ্মদাশ পাড়া উদয়ন সংঘের আরো অনেক ডাক্তার, প্রকৌশলী, সাংবাদিক, শিক্ষক, শিল্পী, চিত্রনায়কসহ অনেক গুণী লোক আছেন। সকলকে নিয়ে সুবিধা মত সময়ে একসাথে মিলন মেলা করলে উদয়ন সংঘের সুনাম বৃদ্ধি পাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউরোপে একদিনেই দুই লাখের বেশি রোগী শনাক্ত
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং রেনেসাঁর সভা