উদয়ন-মোহামেডান ব্লুজ গোলশূন্য ড্র

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৬ অক্টোবর, ২০২১ at ৫:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে টানা দ্বিতীয় ড্রয়ের মুখ দেখেছে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ। গতকাল মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মোহামেডান ব্লুজ এবং মাদারবাড়ী উদয়ন সংঘের খেলা গোলশূন্য ড্র হয়। মোহামেডান ব্লুজ তাদের আগের খেলায় বন্দর ক্রীড়া সমিতির সাথে ড্র করেছিল। অন্যাদিকে উদয়ন সংঘ তাদের প্রথম খেলায় কোয়ালিটি স্পোর্টস ক্লাবকে হারিয়েছিল। ২ খেলা শেষে উদয়ন সংঘ ৪ এবং মোহামেডান ব্লুজ ২ পয়েন্ট অর্জন করেছে। গতকাল মোহামেডান ব্লুজ-উদয়নের প্রথমার্ধের খেলা ছিল প্রাণহীন। শুরু থেকেই তেমন একটা পরিকল্পনা দেখা যায়নি দু’দলের খেলায়। জুতসই একটি আক্রমন ছাড়া উল্লেখযোগ্য আর কোন আক্রমন পরিচালনা করতে পারেনি দুই দলের কেউই। এ অর্ধের ৪০ মিনিটের সময় মাদারবাড়ী উদয়ন সংঘের দীপক রায় বাঁ পায়ে দুর্দান্ত এক শট নেন ব্লুজ গোলমুখে। কিন্তু বল বারের উপর দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধে খেলার খেলার গতি কিছুটা বাড়ে। তা সত্ত্বেও কার্যকর আক্রমন দেখা যায়নি। তবে ১৩ মিনিটে মোহামেডান ব্লুজ কর্ণার লাভ করে। অধিনায়ক টনি বর্মনের কর্ণার থেকে দলের হাবিব মিয়া দুর্দান্ত হেড নেন। তার হেড ক্রসবারে লেগে প্রতিহত হয়। উদয়ন সংঘ রক্ষা পায়। বাকি সময় আক্রমন প্রতি আক্রমন হলেও তাতে ছিল না কোন ধার। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ত্যাগ করে দু’দল। গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চট্টগ্রাম মোহমেডান স্পোর্র্টিং ক্লাব ব্লুজের খেলোয়াড় হাবিব মিয়া। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট তুলে দেন সিজেকেএস নির্বাহী সদস্য মোহম্মদ শাহজাহান।
আজকের খেলা: কোয়ালিটি স্পোর্টস ক্লাব এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বিকাল ৪টায় এ খেলা এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৮৯.৮৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধতপন চক্রবর্ত্তী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু