‘সবাই মিলে একতা, খাঁটি পণ্যের নিশ্চয়তা’– প্রতিপাদ্যে হাটহাজারী কনক কমিউনিটি সেন্টারে গত ২ ও ৩ মার্চ হাটহাজারী ই–কমার্স ফোরামের (হেফ) উদ্যোগে হয়ে গেলো দুইদিন ব্যাপী ঈদ মেলা। ২ মার্চ মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ সালাম বলেন, দেশে যে পরিমাণ বেকারত্বের সংখ্যা রয়েছে সে পরিমাণ চাকরি নেই। তাই উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তরুণদের এগিয়ে আসতে হবে।
৩ মার্চ মেলার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এসময় তিনি বলেন, শিক্ষিত লোকজন চাকরির জন্য না ঘুরে নিজে উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে রাষ্ট্র ও রাষ্ট্রের জনগণ লাভবান হবেন। হাটহাজারী
ই–কমার্স ফোরামের (হেফ) প্রতিষ্ঠাতা রঞ্জন বিবেকের সভাপতিত্বে মেলায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আইসিএবি এর সাবেক সভাপতি পারভীন মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম, বাংলাদেশ আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ–কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম
রাসেল, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গনি চৌধুরী সহ প্রমুখ। উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন নাহিদা আফসানা রিমি, এস এম ফয়সাল মাহমুদ, রেসমা আনোয়ার, নাফিদা সালতাফিম, আবদুল হক, সোনিয়া খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।