উদ্যোক্তা হতে যুব ঋণ দেবে সরকার : উপদেষ্টা

| রবিবার , ৩ নভেম্বর, ২০২৪ at ১০:৩৫ পূর্বাহ্ণ

যুব উন্নয়ন অধিদপ্তর উদ্যোক্তা হতে যুব ঋণ দেবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একইসঙ্গে সরকার ও জনগণের মধ্যে দূরত্ব কমানো হবে বলেও জানান তিনি।

গতকাল শনিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত যুবমেলা ২০২৪’র উদ্বোধন করে তিনি এ কথা বলেন। এবারের যুব মেলায় সারা দেশ থেকে আসা ১১২ জন উদ্যোক্তা ১১২টি স্টলে তাদের পণ্য সম্ভার নিয়ে বসেছেন। খবর বাংলানিউজের।

এ সময় অন্তর্র্বতী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমাদের সরকার ১ কোটি ৮০ লাখ বেকারকে সহযোগিতা করবে, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের শক্তিকে কাজে লাগাতে হবে। তিনি আরও বলেন, পার্ট টাইম ট্রাফিকের দায়িত্ব পালন করতে ট্রাফিক পুলিশের সহায়ক পুলিশ নিয়োগ দেবে সরকার।

সরকারের সব জায়গায় তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রদত্ত প্রশিক্ষণগুলো আধুনিকায়ন করে যুগোপযোগী করা হবে। এআই’র (কৃত্রিম বুদ্ধিমত্তা) ওপর ট্রেনিং প্রজেক্ট চালু করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরেয়াজুদ্দিন বাজার থেকে দুই যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধহালদায় মাছ শিকারে বাধা, থানায় পাল্টাপাল্টি অভিযোগ