উদ্যোক্তা সংগঠন ইয়েস ২১ স্কুলের আলোচনা সভা

| রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১১:৩৭ পূর্বাহ্ণ

উদ্যোক্তা সংগঠন ইয়েস ২১ স্কুলের ১০০০তম দিন উদযাপন অনুষ্ঠান মঙ্গলবার আবৃত্তি শিল্পী লায়ন মোঃ এনায়েত হোসাইন পলাশের সঞ্চালনায় এবং সোনালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক লায়ন সৈয়দ আবুল কালাম আজাদের সভাপতিত্বে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে অনুষ্ঠিত হয়েছে।

আয়োজনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ এইচ এম ফোরকান। আয়োজনে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বাঙ্গাল হালিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আইয়ুব নূরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইয়েস ২১ স্কুলের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট উদ্যোক্তা রফিকুল ইসলাম খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সৈয়দুল আলম সাঈদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন, মিজানুর রহমান চৌধুরী, মোঃ শহিদুল ইসলাম বাবুল, খোরশেদ আলম। ‘পরিবর্তনে আনে সমৃদ্ধি এবং শৃঙ্খলাই জীবন’এই প্রতিপাদ্যকে ধারণ করে ১০০০ তম দিনকে অভিবাদন জানালো ইয়েস্‌ ২১ স্কুল। আয়োজনে বক্তারা বলেন, সমাজ ও মানুষের জীবন বোধের উন্নয়নে ইয়েস ২১ স্কুল একটি ব্যতিক্রমী প্রয়াস। বক্তারা আরও বলেন, চিন্তা ও চেতনায়, মেধা ও মননে আমরা যদি একটি সুশৃংখল এবং সুস্থ্য সমাজ প্রতিষ্ঠা করতে পারি তাহলে একটা সুশৃংখল জনগোষ্ঠী এবং সুস্থ্য, সুন্দর দেশ তৈরি করা সম্ভব। এছাড়া উক্ত আয়োজনে ইয়েস ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং হ্যাপি লাইফ প্রোগ্রামের উপস্থাপনা করেন ইয়েস ২১ স্কুলের পৃষ্ঠপোষক মোঃ রফিকুল ইসলাম খাঁন। এরপর ইয়েস ২১ স্কুলের ০৭ জন এচিভার দায়িত্বশীলের মাঝে ক্রেস্ট প্রদান করা হয় এবং ৯১ জন ইয়েস ২১ স্কুল সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে কার চুরি, ফেনীতে গাড়িসহ চক্রের হোতা গ্রেপ্তার