বর্তমানে করোনা অতিমারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলশ্রুতিতে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবেলায় উদ্যোক্তারাই চালিকাশক্তি। বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ উপলক্ষে এসডিজি ইয়ুথ ফোরাম ও ইয়াং এন্টারপ্রেনিয়ারসসাসাইটি (ইয়েস)’র উদ্যোগে চট্টগ্রাম রোটারী সেন্টারে ‘অর্থনৈতিক সংকট : উদ্যোক্তাদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তারা এ অভিমত ব্যাক্ত করেন।
চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি এলাকায় অবস্থিত রোটারি সেন্টার হলে অনুষ্ঠিত এই সেমিনারে এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহারের সভাপতিত্বে ও ইয়েসের প্রতিষ্ঠাতা ও সভাপতি ওয়াহিদ মুরাদের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্লোবাল এন্টারপ্রেনিয়ারশিপ নেটওয়ার্কের কান্ট্রি ডিরেক্টরক এম হাসান রিপন।
আলোচনায় অংশগ্রহণ করেন সাংবাদিক ওসমান গণি মনসুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেজাউল করিম, বাংলাদেশ ব্যাংকের এডিশনাল ডিরেক্টর একরাম হোসেন, চুয়েটের সহকারী অধ্যাপক শাহ জালাল মিশুক, এফবিসিসিআই সদস্য মাহবুব রানা, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের প্রাক্তন সভাপতি জসিম আহমেদ, এইচ এম ইলিয়াস, লায়ন এম এহাসেন বাদল, সাজ্জাদ উদ্দিন, সানিয়া আজাদ, নিছার আহমেদ খান, সোহেল আক্তার খান, সাবের শাহ, মিজানুর রহমান ইউসুফ, ফরহাদুল ইসলাম, ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম বাপ্পী, মেহেদী হাসান, ওয়াসিক জাওয়াদ, কায়ুমুর রশিদ বাবু, এম ফোরকান। অনুষ্ঠানে বক্তারা বলেন, উদ্যোক্তারাই অর্থনৈতিক সংকট মোকাবেলার চালিকাশক্তি। প্রেস বিজ্ঞপ্তি।