উদ্ভাবক পুরস্কার পেলেন বন্দরের সদস্য জাফর আলম

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ জুন, ২০২১ at ৭:০৩ পূর্বাহ্ণ

উদ্ভাবনী কাজে বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অ্যাডমিন অ্যান্ড প্ল্যানিং) মোহাম্মদ জাফর আলমসহ মন্ত্রণালয় ও সংস্থার ছয়জন কর্মকর্তাকে ‘উদ্ভাবক পুরস্কার ২০২১’ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভা কক্ষে এ পুরস্কার দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি চারজনের হাতে পুরস্কার তুলে দেন। ঢাকার বাইরের দুজনকে অনলাইনে পুরস্কার দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্‌ উদ্দিন চৌধুরী।
‘কোভিড-১৯ প্রতিরোধে জনবান্ধব (নন-ইনভেসিভ ভেন্টিলেটর, ডিজইনফেক্ট্যান্ট ওভেন, অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার)’ উদ্ভাবনীর জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক ও বাংলাদেশ মেরিন একাডেমির প্রদর্শক মু. খালেদ সালাউদ্দিন, ‘রি-ইঞ্জিনিয়ারির্ং অফ সিপিএ ওয়ান স্টপ সার্ভিস : এ সাসটেইনঅ্যাবল সলিউশনস টু কমবেট প্যানডেমিক (কোভিড-১৯) সিচুয়েশন’ উদ্ভাবনের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অ্যাডমিন অ্যান্ড প্ল্যানিং) মো. জাফর আলম, ‘আইসিটি ইকুইপমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম’-এর জন্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন ও বাজেট) ড. আ ন ম বজলুর রশীদ ও সিস্টেম এনালিস্ট জিএম ফয়সাল আহমদ এবং ‘সভা কক্ষ ব্যবহারের ব্যবস্থাপনা উন্নয়ন এবং আয়োজনের পরিকল্পনা গ্রহণ সহজীকরণ’-এর জন্য সচিবের একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদ পুরস্কার পান।
অনুষ্ঠানে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, উদ্ভাবনী পদক্ষেপ সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। উদ্ভাবনী চিন্তা শক্তির কারণে পৃথিবী এগিয়ে যাচ্ছে। বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। উদ্ভাবনী চিন্তা-ভাবনা একটি শক্তি। এই শক্তির প্রয়োজন আছে। এ শক্তি সঞ্চয় করতে পারলে উন্নয়ন আরো গতিশীল হবে।

পূর্ববর্তী নিবন্ধআড়াই কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুদকের মামলা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের মেয়ে ফাইজা পেল আন্তর্জাতিক পুরস্কার