উদ্বোধনের আগেই ফাটল নবনির্মিত সেতুতে

নিম্নমানের কাজের অভিযোগ

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৫:৫৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় নবনির্মিত সেতুতে উদ্বোধনের আগেই পিলারে ফাটল দেখা দিয়েছে। উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা বায়তুশ শরফ রোডে খুসাঙ্গের পাড়া মহাবোধি বিহার সংলগ্ন খালের উপর এই সেতু নির্মাণ করা হয়েছে। নিম্নমানের কাজ করায় উদ্বোধনের আগেই সেতুতে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

জানা যায়, ২০২৩২৪ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্পে আওতায় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা বায়তুশ শরফ রোডে খুসাঙ্গের পাড়া মহাবোধি বিহার সংলগ্ন খালের উপর বঙ কালভার্ট নির্মাণ কাজে প্রাক্কলিত মূল্য ৩৩ লাখ ১৭ হাজার ৯৫১ টাকা। যার দৈর্ঘ্য ৯ দশমিক ১৫ মিটার। ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম মেসার্স চৌধুরী ইন্টারন্যাশনাল। গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, গত সোমবার মধ্যরাতে সেতুর উভয় পাশে মাটি দেয়া হয়েছে। ভেজা মাটি দেয়ায় যানবাহন পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া সেতুর এক পাশে পিলারে ফাটল দেখা গেছে। সেতুর সাইড ওয়ালের উচ্চতা কম হওয়ায় বৃষ্টি হলেই পানির সাথে নেমে যাবে মাটি। ফলে সড়কের সাথে সেতুর দূরত্ব বেড়ে যাবে। পলেস্তারা ছাড়াই নির্মিত সেতুতে রং করা হয়েছে। এ সময় সেতুর নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে স্থানীয়দের মাঝে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

স্থানীয়রা জানান, কুমিরাঘোনা বায়তুশ শরফ সড়কটি খুবই জনগুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। স্থানীয় কৃষকের উৎপাদিত পণ্য বাজারজাত ও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সড়ক ব্যবহার করে থাকেন। শুরু থেকে সড়কের খুসাঙ্গের পাড়া মহাবোধি বিহার সংলগ্ন খালের উপর বঙ কালভার্ট নির্মাণ কাজে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ করে আসছেন স্থানীয়রা। কিন্তু এলাকাবাসী নিম্নমানের কাজের ব্যাপারে প্রতিবাদ করলেও প্রতিকার পাওয়া যায়নি। ঠিকাদারের দায়সারাভাবে কাজের কারণে নির্মাণ কাজ শেষে উদ্বোধনের আগেই সেতুতে ফাটল দেখা দিয়েছে। এছাড়া ত্রুটিপূর্ণ সেতুটি ভেঙে পুনরায় নতুনভাবে নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ইউপি সদস্য মামুনুর রশিদ জানান, বঙ কালভার্ট নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। যার কারণে উদ্বোধনের আগেই সেতুতে ফাটল দেখা দিয়েছে। এই সড়ক দিয়ে কুমিরাঘোনা, আদর্শ পাড়া, তৈয়বের পাড়া, হরিদাঘোনা, চাকফিরানী, আলী নগর, জঙ্গলিয়া পাড়া ও গুচ্ছগ্রামের শত শত মানুষ প্রতিদিন যাতায়াত করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করছি।

সেতু নির্মাণ কাজের ঠিকাদার জসিম উদ্দিন জানান, সেতু নির্মাণে কোনো অনিয়ম হয়নি। সিডিউল অনুযায়ী কাজ হয়েছে। মানুষের যাতায়াতের সুবিধার্থে সেতুর উভয় পাশে মাটি দেয়া হয়েছে। এসময় মাটির চাপে সেতুর একপাশে পিলারে সামান্য ফাটল দেখা দিয়েছে।

লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ নাহীদ আহম্মেদ জাকির জানান, সেতু নির্মাণ কাজে অনিয়ম হলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধট্রেনের দরজায় বসল পা ঝুলিয়ে, থেতলে গেল প্লাটফর্মে লেগে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের ১৬.৩২ শতাংশ শিশু