চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ক্লাইম্ব–সিডিএফএ অনূর্ধ্ব–১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। উদ্বোধনী দিনে টুর্নামেন্টের দুটি খেলা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে দক্ষিন হালিশহর ফুটবল একাডেমি টাইব্রেকারে ৪–৩ গোলে মিরশ্বরাই ফুটবল একাডেমিকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলা অমিমাংসিত থাকে। একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে আনোয়ারা ফুটবল একাডেমি ৩–১ গোলে আবদুস সোবহান ফুটবল একাডেমিকে পরাজিত করে। আনোয়ারার পক্ষে গোল করে আরমান, অনতু ও মোজাহিদ। অন্যদিকে আবদুস সোবহানের ফুটবল একাডেমির পক্ষে গোল করে অভি চৌধুরী।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনুমোদিত চট্টগ্রামের ৩০টি একাডেমি দলের অংশগ্রহণে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) সভাপতি এস.এম শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ক্লাইম্ব এর প্রতিনিধি মো. শাহনেওয়াজ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সহ–সভাপতি আমিনুল ইসলাম ও মোহাম্মদ লোকমান হাকিম সিডিএফএ সহ–সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল, সিডিএফএ নির্বাহী কমিটি সদস্য মাহমুদুর রহমান মাহাবুব, আবু সৈয়দ মাহমুদ, হারুন আল রশীদ, কাজী জসিম উদ্দিন, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, সাইফুল আলম খান, জাফর ইকবাল, সিডিএফএ যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত চৌধুরী পাপলু, সালা উদ্দিন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ চৌধুরী, মো. এনামুল হক, ওয়াসিম উদ্দিন রাজা, রায়হান উদ্দিন রুবেল, সুলতান মাহমুদ শাহীন, সিডিএফএ কাউন্সিলর মোহাম্মদ জহির ও আইনুল কবির জিতু।
আজ ২৬ ডিসেম্বর শুক্রবার টুর্নামেন্টের ৪ ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ৯.৩০টায় শিকলবাহা ফুটবল একাডেমি বনাম সন্দ্বীপ ফুটবল একাডেমি, সকাল ১১টায় ব্রাদার্স ফুটবল একাডেমি বনাম একরাম ফুটবল একাডেমি, দুপুর ২টায় চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার বনাম ইয়ং ফুটবল একাডেমি এবং দুপুর ৩.৩০মিঃ মাদারবাড়ী ফুটবল একাডেমি বনাম নেমা ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হবে।












