উদ্বোধনী দিনে রাইজিং স্টার,শতদল ক্লাবের জয়

সিসিএস ক্লাব ক্লাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ক্লাব কাপ টি২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল ২৬ জানুয়ারি উদ্বোধনী দিনে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দুটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় রাইজিং স্টার ক্লাব ৬ উইকেটে শহীদ শাহজাহান সংঘকে পরাজিত করে। টসে জিতে রাইজিং স্টার ক্লাব প্রথমে ব্যাট করতে পাঠায় শহীদ শাহজাহান সংঘকে। তারা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন মাসুদ মেহেদী। ৪৯ বল খেলে ২টি চার এবং ৮টি ছক্কার সাহায্যে তিনি অপরাজিত ৭৮ রান করেন। এছাড়া ওবায়দুল্লাহ ২৪ বল খেলে ৩১ রান এবং ওপেনার আবুল হাশেম রাজা ১০ বল খেলে ১৪ রান করে। রাইজিং স্টার ক্লাবের সাজিবুল আলম ৩০ রান দিয়ে ২টি উইকেট লাভ করে। ১টি করে উইকেট নেন মনিরুল হক,হাবিব উন নবী সোহেল এবং রাতুল ইরফান।

জবাবে রাইজিং ষ্টার চার বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। ১৯.২ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান তুলে নেয় তারা। দলের পক্ষে আসাদুর রহমান মুনতাসির ৪৪ বল খেলে সর্বোচ্চ ৬২ রান তুলে অপরাজিত থাকেন। ৪টি চার এবং ৩টি ছক্কা ছিল তার ইনিংসে। অধিনায়ক সাজিবুল হক রিপন ৩৯ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। তিনিও ৪টি চার এবং ৩টি ছক্কা মারেন। এছাড়া ওপেনার ইফতেখার শরীফ ইফতু ১৯ এবং ইরফান ১৪ রান করেন অতিরিক্ত থেকে আসে ১১ রান। শাহজাহান সংঘের পক্ষে ১টি করে উইকেট নেন মমতাজুল হুদা আয়াজ,মাজহারুল ইসলাম, ওবায়দুল্লাহ এবং মো. রুবেল। প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রাইজিং স্টার ক্লাবের আসাদুর রহমান মুনতাসির। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর সাধন চন্দ্র দুবে এবং শাহেদ সাকি।

দিনের দ্বিতীয় খেলায় শতদল ক্লাব ৭ উইকেটে ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে। টসে জিতে ফ্রেন্ডস ক্লাব প্রথমে ব্যাট করতে নামে। ২০ ওভারে সব উইকেট হারিয়ে তারা ১১৯ রান সংগ্রহ করে। ওপেনার পিয়ার মোহাম্মদ ৪৩ বলে সর্বোচ্চ ৫২ রান করেন। ৭টি চার এবং ১টি ছক্কা ছিল তার ইনিংসে। তাজুল ইসলাম ১৬ এবং রুবায়েত খান আফ্রিদি ২৬ ছাড়া আর কেউই দু’অংকের ঘরে যেতে পারেনি।

শতদলের পক্ষে রবিউল হাসান অনিক ৩টি এবং ইব্রাহিম খলিল ২টি উইকেট লাভ করেন। ১টি করে উইকেট পান মোজাহেদুল হক, আসাদুজ্জামান সাজু,সাইদুল ইসলাম এবং হাবিবুল্লাহ নিশাত। জবাবে শতদল ক্লাব ১৬.৩ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ১২০ রান তুলে নেয়। দুই ওপেনার সাইদুল ইসলাম ৯ এবং আবিদ মো. আলভী ১১ দ্রুত আউট হলেও পরে তালহা জুবায়ের অপ. ৪২, হাবিবুল্লাহ নিশাত ১৪ এবং সাব্বির হোসেন অপ. ২১ রান করে দলকে জয়ের দ্বারে নিয়ে যান। অতিরিক্ত থেকে আসে ২৩ রান। ফ্রেন্ডস ক্লাবের পক্ষে ইমতিয়াজ উদ্দিন এবং নাজমুল হাসান রাফি ১টি করে উইকেট নেন। প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শতদল ক্লাবের খেলোয়াড় রবিউল হাসান অনিক। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মাহমুদুর রহমান মাহবুব এবং মো. জাহিদুল হক। এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিজেকেএস ক্লাব সমিতির প্রধান উপদেষ্টা এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী সভাপতিত্বে এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক আ..ম ওয়াহিদ দুলালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা মো. হাফিজুর রহমান, সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস ক্লাব সমিতির সহ সভাপতি নজরুল ইসলাম লেদু, মো. আমিনুল ইসলাম, মোহাং শাহজাহান, মাহবুবুল আলম, সাধারন সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ আবদুল হান্নান আকবর, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, সদস্য প্রবীন কুমার ঘোষ, ফজলে রাব্বি খান সাজ্জাদ, শওকত হোছাইন, আবু সামা বিপ্লব, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, আলী হাসান রাজু, আসিফ আহমেদ, সিজেকেএস কাউন্সিলর গোলাম মহিউদ্দিন হাসান, মাকসুদুর রহমান বুলবুল, এনামুল হক, মো. জাহিদুল হক, সোহেল আহম্মেদ প্রমুখ।

আজকের খেলা : ব্রাদার্স ইউনিয়নসিটি কর্পোরেশন একাদশ(সকাল৯টা), ইস্পাহানী স্পোর্টিং ক্লাবচট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ(দুপুর১টা)

পূর্ববর্তী নিবন্ধচবি শাহজালাল হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধমহানগরী পাইওনিয়র ফুটবল লিগ কাল শুরু