উদ্বোধনী খেলায় জুনিয়র ট্রেনিং একাডেমি ও বাদশা মিয়া স্মৃতি সংসদের জয়

ক্রীড়া প্রতিবেদক

রাফি স্মৃতি মহানগরী জুনিয়র ক্রিকেট লিগ শুরু | শুক্রবার , ২৪ মার্চ, ২০২৩ at ৭:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত রাফি স্মৃতি মহানগরী জুনিয়র (অনূর্ধ্ব১৮) ক্রিকেট লিগ শুরু হয়েছে। গতকাল ২৩ মার্চ বৃহস্পতিবার দামপাড়া পুলিশ লাইনস মাঠে উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি ২৭ রানে মিলেনিয়াম ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় বাদশা মিয়া স্মৃতি সংসদ ১০৬ রানের বড় ব্যবধানে উদীয়মান ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। এর আগে প্রধান অতিথি

 

হিসেবে লিগের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। দিনের প্রথম খেলায় টসে জিতে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ১০৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন বাবু। মিলেনিয়ামের পক্ষে সামি, আরাফ ৩টি করে উইকেট নেন।

জবাবে মিলেনিয়াম ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে মাত্র ৭৮ রানে অল আউট হয়ে যায়। জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমী ২৭ রানে জয় লাভ করেন। দিনের দ্বিতীয় খেলায় বাদশা মিয়া স্মৃতি সংসদ ১০৬ রানে উদীয়মান ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। বাদশা মিয়া স্মৃতি সংসদ টসে জিতে ব্যাটিং নেমে ১৫০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন তৌহিদুল। ৩৩ রান করেন জিহাদ।

উদীয়মান ক্রিকেট একাডেমির পক্ষে জুনায়েদ ৩টি এবং ফারদিন ২টি উইকেট নেন। জবাবে উদীয়মান মাত্র ৪৪ রান তুলে সবাই আউট হয়ে যায়। ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান যাহেদুর রহমান এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহানগরী ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও

সিএমপি উপপুলিশ কমিশনার (সদর) মো. আবদুল ওয়ারীশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত অতিরিক্ত পুলিশ কমিশনার প্রশাসন অর্থ ও সংস্থার সিনিয়র সহসভাপতি এম এ মাসুদ,অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন) ..ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)

ফয়সাল মাহমুদ, উপপুলিশ কমিশনার মোস্তাইন হোসাইন, শাকিলা সুলতানা,মোহাম্মদ মাহবুব আলম খান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার পংকজ দত্ত, সহকারি পুলিশ কমিশনারবৃন্দ এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সর্বস্তরের পুলিশ সদস্যবৃন্দ, ...স যু্‌গ্ম সম্পাদক শাহাবুদ্দিন আহমদ চৌধুরী,

ইবাদুল হক লুলু, নির্বাহী কমিটির সদস্য ফারুকি আজম বীরপ্রতীক, তৈয়বুর রহমান, সেকান্দর কবির, আব্দুল হাই জাহাঙ্গীর, আলী তারেক পারভেজ, শামীম আজাদ খোকন, মিনহাজ উদ্দিন আহমেদ, ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান সিরাজুল হক খান, ক্রিকেট কমিটির সম্পাদক ফরিদ আহাম্মদ, সিজেকেএস

ক্রিকেট সেক্রেটারী আবদুল হান্নান আকবর, নির্বাহী কমিটির সদস্য মো. নাসির মিয়া, চমকস ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক ওয়ালিউল আবেদীন শাকিল, আব্দুল গফুর পন্টি,শাহ পরান নিশান, রাকিব মাহমুদ, এম.এম মুছা বাবলু, মাহাবুবুল আলম ভূইয়া মুকুল, জহির উদ্দিন, সাইফুল্লাহ মনসুর, নওসাদ আলম চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, ইয়াছিন আরাফাত, শাহ মাহফুজুর রহমান পল্লব, আইনুল কবির জিতু, আরমান রাসেল।

পূর্ববর্তী নিবন্ধসিসিএল ইন্ডিপেনডেন্স স্পোর্টস কার্নিভ্যালে দাবা ও বিলিয়ার্ড ফাইনাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধআজ ভারতের সামনে বাংলাদেশের মেয়েরা