উদ্বোধনী খেলায় কুসুমপুরা ও কোলাগাঁওয়ের জয়লাভ

পটিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১৮ জুন, ২০২৩ at ৬:১২ পূর্বাহ্ণ

পটিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। উদ্বোধনী খেলায় কুসুমপুরা ইউনিয়ন ফুটবল একাদশ টাইব্রেকারে ২১ গোলে হাইদগাঁও ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় কোলাগাঁও ইউনিয়ন ফুটবল একাদশ টাইব্রেকারে ৫৪ গোলে হাবিলাসদ্বীপ ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ইউএনও আতিকুল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, পটিয়া পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, হাবিবুল হক চৌধুরী, স্বপন চন্দ্র দে, আবুল কাসেম, এম এজাজ চৌধুরী, মিজানুর রহমান, কামাল উদ্দিন বেলাল, গিয়াস উদ্দিন আজাদ, শফিউল আলম, জাকারিয়া ডালিম, এম এ হাসেম, সরোজ কান্তি সেন নান্টু, আবদুর রাজ্জাক চৌধুরী, পুলক চৌধুরী, নাছির উদ্দিন, আবুল কালাম বাবুল, সাংবাদিক শফিউল আজম।

পূর্ববর্তী নিবন্ধওয়ানডে দলে ফিরলেন আফিফ-নাইম
পরবর্তী নিবন্ধরাউজানে এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন