উদ্বোধনী খেলায় রাইজিং স্টার জুনিয়রের জয়

১ম বিভাগ ক্রিকেট লিগ শুরু

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৪ মার্চ, ২০২৪ at ৮:২২ পূর্বাহ্ণ

সিজেকেএসকনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগ শুরু হয়েছে। গতকাল ৩ মার্চ উদ্বোধনী খেলায় রাইজিং স্টার জুনিয়র শুভসূচনা করেছে। সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ৮ উইকেটে কর্ণফুলী ক্লাবকে হারিয়ে দেয়। টসে জিতে কর্ণফুলী প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুতেই তারা উইকেট হারালেও পরবর্তীতে নাজমুল হোসেন ৩৩, ওয়াহিদুল আলম ২৯,মশিউর রহমান অপ.১৯ এবং শাহিদুল আলমের ৪৩ রানের বদৌলতে তারা সব উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করতে সমর্থ হয়।

রাইজিং জুনিয়রের শেখ নাহিদ একাই ৬ উইকেট দখল করেন ৩০ রান খরচায়। অন্যদের মধ্যে সোহেল হোসেন ২টি, ইসলামুল আহসান আবির এবং রাসিফ উদ্দিন ১টি করে উইকেট দখল করে। জবাব দিতে নেমে রাইজিং স্টার জুনিয়র খুব সহজেই লক্ষ্যে পৌঁছে। তারা ২৪.৩ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলে নেয়। দলের ওপেনার খালেদ সাইফুল্লাহ ৮২ বলে ৮৯ রানের ইনিংস খেলেন। ১৫টি চার এবং ৩টি ছক্কা ছিল তার ইনিংসে। এছাড়া অধিনায়ক কফিল ২৯, সারওয়ার আহমেদ এবং ইসলামুল আহসান যথাক্রমে ১০ ও ৭ রানে অপরাজিত থাকেন। অতিরিক্ত রান হয় ১৩। কর্ণফুলীর শাহিদুল আলম এবং শাহবাজ খান ১টি করে উইকেট নেন।

এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ... নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লি: এর মহাব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম। সিজেকেএস কাউন্সিলর সাইফুল আলম খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক এ.কে.এম আবদুল হান্নান আকবর। এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক হাসান মুরাদ বিপ্লব, নির্বাহী সদস্য মো. দিদারুল আলম, মোহাম্মদ রাশেদুর রহমান মিলন, মুজিবর রহমান, এনামুল হক, সিজেকেএস কাউন্সিলর শওকত হোছাইন, এইচ এম সোহেল, সাইফুল আলম বাবু, কাজী জসিম উদ্দীন, আবদুল্লাহ আল মামুন প্রমুখ। সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে আজকের খেলায় অংশ নেবে বাংলাদেশ রেলওয়ে এবং সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা।

পূর্ববর্তী নিবন্ধজেলা ক্রীড়া অফিসের স্ট্রাইকার হান্ট কর্মসূচিতে বাছাই করা হলো ১২ জনকে
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৮.১৭ কোটি টাকা