উদ্ধার ২১টি মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করল ৯ এপিবিএন সাইবার টিম

| বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ৭:৩১ পূর্বাহ্ণ

হারানো মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণা, অনলাইন প্রতারণা সাইবার অপরাধ, মানব পাচার বিরোধী অভিযানের অংশ হিসেবে দেশের বিভিন্ন থানা এলাকা হতে হারানো জিডি মূলে ২১টি মোবাইল ফোন উদ্ধার করে ৯ এপিবিএন, চট্টগ্রামের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ শামসুল হক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।

ব্যাটালিয়ন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ শামসুল হক বলেন, ডিসেম্বর ২০২২ থেকে ৯ এপিবিএন, চট্টগ্রাম হারানো মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণা, অনলাইন প্রতারণা, সাইবার অপরাধ, মানব পাচার বিরোধী অভিযান শুরু করে এ পর্যন্ত সুনামের সাথে কাজ করে আসছে। ভবিষ্যতেও ৯ এপিবিএনের সাইবার অপরাধ, জঙ্গি দমন ও মানব পাচার বিরোধী অভিযান অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছাত্রদল ও কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধবন বিভাগের চিকিৎসায় সুস্থ হয়ে বনে ফিরল হাতি