উদ্ধার কার্যক্রম তদারকিতে ঘটনাস্থলে সিটি মেয়র

আজাদী প্রতিবেদন | শনিবার , ৮ এপ্রিল, ২০২৩ at ৫:২২ পূর্বাহ্ণ

নগরের আকবর শাহ বেলতলী ঘোনায় পাহাড় ধসের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। গতকাল ঘটনার পর পর পৌনে ৬টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম তদারকি করেন তিনি।

এসময় মেয়র হতাহতদের উদ্ধার কার্যক্রমে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। তিনি বলেন, আমি সব সেবা সংস্থার দায়িত্বশীল ও জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করছি যাতে এ ঘটনায় হতাহতদের চিকিৎসা সেবাসহ অন্য কোনও সেবায় কোনো ঘাটতি না হয়। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সাথে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে এই দুর্ঘটনার ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনা হবে। এ সময় উৎসুক জনতাকে ঘটনাস্থলে ভিড় না জমানোর অনুরোধ জানিয়ে মেয়র উদ্ধার কার্যক্রমে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন। মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম, জহর লাল হাজারী, ফায়ার সার্ভিস, আকবর শাহ থানা পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে উদ্ধার কাজ সমন্বয়ে দিকনির্দেশনা দেন।

পূর্ববর্তী নিবন্ধ৫৫ দিন আগে অভিযানের পরও বন্ধ হয়নি সেই পাহাড় কাটা
পরবর্তী নিবন্ধদুপুরে মাথায় আঘাত, সন্ধ্যায় শোনেন ধসের খবর