উদ্ধার করা ১২টি চোরাই মোবাইল মালিকের কাছে হস্তান্তর করল পুলিশ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৪ জুলাই, ২০২৫ at ৮:৩০ পূর্বাহ্ণ

১২টি চোরাই মোবাইল উদ্ধার করে মূল মালিকের কাছে হস্তান্তর করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল মোবাইলগুলো হস্তান্তর করা হয়।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, মোবাইল চুরির বিষয়ে সমপ্রতি থানায় করা একাধিক সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে অনুসন্ধান শুরু করে পুলিশ।

তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইলগুলোর অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, জিডি করা প্রতিটি ঘটনার তদন্তে আমরা আন্তরিকভাবে কাজ করি। প্রযুক্তির সহায়তায় আমরা অনেক হারানো ও চুরি হওয়া মোবাইল উদ্ধার করতে পেরেছি।

পূর্ববর্তী নিবন্ধআলেমদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভুলে যান
পরবর্তী নিবন্ধ‘শাপলা প্রতীক তালিকায় যুক্ত হবে না, থাকবে নৌকা’