১২টি চোরাই মোবাইল উদ্ধার করে মূল মালিকের কাছে হস্তান্তর করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল মোবাইলগুলো হস্তান্তর করা হয়।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, মোবাইল চুরির বিষয়ে সমপ্রতি থানায় করা একাধিক সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে অনুসন্ধান শুরু করে পুলিশ।
তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইলগুলোর অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, জিডি করা প্রতিটি ঘটনার তদন্তে আমরা আন্তরিকভাবে কাজ করি। প্রযুক্তির সহায়তায় আমরা অনেক হারানো ও চুরি হওয়া মোবাইল উদ্ধার করতে পেরেছি।