নগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া কিছু অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এগুলোর মধ্যে রয়েছে ১টি এসএমজি, ৫টি রাইফেল, ১২টি শটগান, দুটি দেশীয় বন্দুক, ১০১ রাউন্ড গুলি ও ১৫২টি কার্তুজ।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ গত ১২ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নিকট হস্তান্তর করা হয়। ফয়’স লেকে আনসার কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালক মো. সাইফুল্লাহ্ রাসেল, পরিচালক নাজমুল হক নূরনবী, জেলা কমান্ড্যান্ট এ এইচ এম সাইফুল্লাহ হাবিব, উপপরিচালক মো. নুরূল আবছার, সার্কেল অ্যাডজুডেন্ট মো. আলাউদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।