মনসুরাবাদ বাইলেইন উদ্দীপ্ত তরুণ সংঘ আয়োজিত আন্তঃ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নজীর স্মৃতি সংঘ এবং রানার্স আপ হয়েছে মনসুরাবাদ ওয়ারিয়র্স। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আবু সাঈদ।
বিশেষ অতিথি ছিলেন সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল আমিন, উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক। শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. সাইফুদ্দিন। এছাড়া অতিথি ছিলেন এমএ হান্নান কাজল, আহমদ সাইফুল ইসলাম চৌধুরী সোহেল, মো. মুসা, মো. ইয়াকুব, নাছির আহমেদ, মকবুল আহমেদ, আব্দুল সাত্তার।