মীরসরাইর কয়েকটি উপজাতি পাড়ায় সূচনা হলো উদীয়মান সূর্যের আলোর পড়ার ঘর, নামক আলোর নতুন ঠিকানা। অবহেলিত এসব উপজাতি এলাকায় উপজাতি ভাষাতে ‘সাল কাসাকাং ফোরুংনাই নৌক’ নামের এই পড়ার ঘর শিক্ষা গ্রহণের ঠিকানা চালু করলেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান। দূরের গ্রামের পথ মাড়িয়ে সামাজিক সংশয় আর নিরাপত্তাহীনতার দরুণ ওরা পড়তে যেতে চায় না সরকারি স্কুলগুলোতে। তাই নিজেদের পাড়াতেই শিক্ষা গ্রহণের জড়তা ভেঙে আলোর পথে উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমানের। উল্লেখ্য, মীরসরাই উপজেলার দুর্গম পাহাড়ে ৯টি ত্রিপুরা পাড়ার খৈয়াছড়া ও ওয়াহেদপুর এলাকার নাপিত্তাছড়া ত্রিপুরা পাড়া অন্যতম। নিজেদের কৃষ্টি-সভ্যতা শেখানোর পাশাপাশি আধুনিক শিক্ষায় প্রজন্মকে আলোকিত করতে সেখানেই ত্রিপুরাদের নিজস্ব ভাষায় (ককবরক ভাষা) প্রতিষ্ঠিত হলো ‘সাল কাসাকাং ফোরুংনাই নৌক’। অনেকটা বিচ্ছিন্ন ক্ষুদ্র জনগোষ্ঠীর পিছিয়ে থাকার বিষয় জানতে পেরে শিক্ষা বিকাশের লক্ষে সম্প্রতি এই স্কুলটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুবল চাকমা, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী ইসরাত স্বর্ণাসহ ত্রিপুরা জনগোষ্ঠীর কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকগণ। গত শুক্রবার যাত্রা শুরু হওয়া এই শিক্ষার আলোর সূচনা একদিন ইতিহাস হয়ে রবে বলে আশা করেন সচেতন মহল।