কোয়ালিটি নক আউট টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দুটি খেলা সম্পন্ন হয়েছে গতকাল। ম্যাচ দুটিতে জয় লাভ করেছে উদীয়মান ক্রিকেট একাডেমি এবং সিইউএফএল ক্রিকেট একাডেমি। দিনের প্রথম খেলায় উদীয়মান ক্রিকেট একাডেমি ৩ উইকেটে হাফিজ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। টস জিতে হাফিজ স্পোর্টিং ক্লাব ব্যাটিং করার সিন্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৯ রান করতে সক্ষম হয় তারা। জবাবে উদীয়মান ক্রিকেট একাডেমি ১৬.২ ওভার খেলে ৭টি উইকেট হারিয়ে জয়লাভ করে। দলের পক্ষে কিং ৩৯ বলে ২৯ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হয়। তাকে পুরষ্কার প্রদান করেন উদীয়মান ক্রিকেট একাডেমির হেড কোচ ফিরোজ খান।
দিনের খেলায় সিইউএফএল ক্রিকেট একাডেমি ১৩ রানে চন্দ্রঘোনা ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। সিইউএফএল টস জিতে বেটিং করার সিন্ধান্ত নেয়।
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান করতে সক্ষম হয়। জবাবে চন্দ্রঘোনা ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে। ফলে ১৩ রানে সিইউএফএল জয় লাভ করে।












