বাংলাদেশের মানুষের আনন্দ–বেদনা, দুঃখ–হতাশা ও লড়াই–সংগ্রামের নিরন্তর সাথি উদীচী শিল্পীগোষ্ঠী। প্রতিষ্ঠাকাল থেকে শিল্পকলার বিভিন্ন মাধ্যমকে হাতিয়ার করে সাংস্কৃতিক আন্দোলন সংগঠিত করে আসছে।
উদীচী কাজ করছে মানবমুক্তি, স্বাধীনতা ও সাম্যের সমাজ নির্মাণের প্রত্যয়ে। সাংগঠনিক শৃঙ্খলাকে উড্ডীন রেখে উদীচী দেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠনের মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত সংবাদ সম্মেলনে উদীচীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এসব কথা বলেন। বক্তব্য দেন উদীচীর কেন্দ্রীয় সহ সভাপতি জামশেদ আনোয়ার তপন এবং সহ সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম।
উপস্থিত ছিলেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সহ–সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক মোল্লা হাসিবুর রসুল মামুন, কেন্দ্রীয় সংসদের সহ–সভাপতি একরামুল কবীর, সাংগঠনিক সম্পাদক আরিফ নুর, যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্যসচিব জহির উদ্দিন বাবর, চট্টগ্রাম জেলার সভাপতি জসিম চৌধুরী সবুজ ও সাধারণ সম্পাদক অসীম বিকাশ দাশ। সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলার এই অনন্য শক্তির উৎস হচ্ছে সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের প্রতি আমাদের সীমাহীন আনুগত্য। সংবাদ সম্মেলন শেষে উদীচীর বিভাগীয় সম্মেলন শুরু হয়। সম্মেলনে চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, রাঙামাটি ও বান্দরবান উদীচী জেলা সংসদ এবং বোয়ালখালী উপজেলা সংসদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদীচীর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।












