উদীচীর রবীন্দ্র নজরুল সুকান্ত জয়ন্তী

| শনিবার , ১৫ জুলাই, ২০২৩ at ৭:২৭ পূর্বাহ্ণ

উদীচী চট্টগ্রাম জেলা সংসদ গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজন করেছে ‘রবীন্দ্র নজরুল সুকান্ত জয়ন্তী’। সকল সংস্কৃতি কর্মীদের সাথে নিয়ে প্রদীপ প্রজ্জলন এবং উদীচী শিল্পীকর্মীদের পরিবেশনায় ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’ সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

এর পরেই রবীন্দ্র পর্বে গান পরিবেশন করেন অভ্যুদয় সাংস্কৃতিক অঙ্গণ, নজরুল পর্বে দলীয় সংগীত পরিবেশন করেন স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম, সুকান্ত পর্বে দলীয় সংগীত পরিবেশন করেন সৃজামি সাংস্কৃতিক অঙ্গণ। দ্বিতীয় পর্বে রবীন্দ্রনজরুলসুকান্তের সৃষ্টিশীল প্রতিভার উপর কথামালা শুরু হয়। উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক এডভোকেট অসীম বিকাশ দাশের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি সাংবাদিক জসীম চৌধুরী সবুজ। কথামালায় আমন্ত্রিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, ছড়াকার ও সাংবাদিক রাশেদ রউফ এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, ডা. অসীম চৌধুরী প্রমুখ। কথামালায় অংশ নিয়ে আলোচকরা বলেন, বাঙ্গালি জাতির প্রতিটি অর্জনের মধ্যে রবীন্দ্রনজরুলসুকান্তের সৃষ্টিসম্মিলন এমন এক দ্যেতনা তৈরি করে দিয়েছেন যা সমাজ ও রাজনীতির বিমানবিক উপাদানউদ্যেগের বিরুদ্ধে সচেতন প্রতিরোধে উৎসাহী করে তোলে। রাশেদ রউফ বলেন, উদীচী শিল্পীগোষ্ঠী জন্মলগ্ন থেকেই একটি উদার মানবিক সাম্যবাদী সমাজের লক্ষ্যে সমস্ত শোষণ, নিপীড়নের বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণ তৈরির তৎপরতায় সচেষ্ট। সে তৎপরতায় রবীন্দ্র নজরুলসুকান্ত কবিত্রয়ের অনন্য সৃষ্টি ও জীবনদর্শন শক্তি ও প্রেরণা হিসেবে আমাদের পথ দেখায়। আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি করেন মিলি চৌধুরী, সঞ্জয় পাল এবং শামীমা ইয়াসমিন। দলীয় নৃত্য পরিবেশন করেন স্কুল অফ ওরিয়েন্টাল ডান্স, সৃষ্টি কালচারাল একাডেমী এবং সঞ্চারী নৃত্যকলা একাডেমী। সবশেষে দলীয় সংগীত পরিবেশন করেন উদীচী, চট্টগ্রাম জেলা সংসদের শিল্পীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহিন্দি সিনেমায় বাংলা লোকগান
পরবর্তী নিবন্ধরহস্য ঘনীভূত এ কেমন লুকে মেহজাবীন?