উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী এবং উদীচী চট্টগ্রাম জেলা সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৯ অক্টোবর বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
ওইদিন বিকেল ৪টায় নগরীর চেরাগী পাহাড় চত্বরে জেলা সংসদের আয়োজনে শোভাযাত্রা, সঙ্গীতানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য উদীচী চট্টগ্রাম জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. চন্দন দাশ ও সাধারণ সম্পাদক অধ্যাপিকা শীলা দাশগুপ্ত অনুরোধ জানিয়েছেন। এর আগে ২৮ অক্টোবর সদস্যদের জন্য টিআইসির গ্যালারি হলে সাংগঠনিক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।