উদালিয়া ত্রিপুরা পল্লীর দেড়শ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ১২ জুলাই, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

হাটহাজারি উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মনাই ত্রিপুরা পাড়া এবং সোনাই ত্রিপুরা পাড়ায় শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল রবিবার উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন দুই উপজাতি পল্লীর ১৫১ জন শিক্ষার্থীর হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বৃত্তি প্রদান করেন। কয়েকটি ভেন্যুতে একেবারে প্রাক প্রাথমিকের পুঁচকে শিক্ষার্থী থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল শিক্ষার্থীকে দেয়া হয়েছে এই শিক্ষা বৃত্তি। বর্তমান সরকারের নির্বাচনী ইজতিহারের ঘোষণা অনুসারে গ্রাম হবে শহর, সেই ঘোষণার সূত্র ধরে অজ পাড়া গাঁয়ের পাহাড়ি টিলা ভূমিতে অবস্থিত দুই উপজাতীয় পল্লীতে যোগাযোগ সুবিধা, পল্লীর কচিকাঁচাদের লেখাপড়ার সুবিধার্থে প্রাক প্রাথমিকসহ মন্দির ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু, চিকিৎসা সুব্যবস্থা করা , উপজাতীয় জনগোষ্ঠীর ধর্মীয় আচার অনুষ্ঠান করার ব্যবস্থা, পাহাড়ি টিলা ভূমিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরিয়ে ঝুঁকিমুক্ত বসবাসের ব্যবস্থা করাসহ নানামুখী উন্নয়ন করা হয়েছে দুই পল্লীতে। তাছাড়া অসহায় দুঃস্থ পরিবারের সন্তানদের লেখা পড়ার সুবিধার্থে বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহন করেন উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের সহায়তায়। তারই অংশ হিসাবে গতকাল দুই ত্রিপুরা পল্লীতে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপজাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ৪৫ স্কুলছাত্রের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন
পরবর্তী নিবন্ধআনোয়ারায় আরো ৬৫০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের টাকা