উদয়ন ট্রেনে তরুণীকে ধর্ষণের ঘটনায় আরো একজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন

| শুক্রবার , ২৮ জুন, ২০২৪ at ৪:৫৯ পূর্বাহ্ণ

সিলেট থেকে চট্টগ্রাম আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনে তরুণীকে ধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এর আগে ভুক্তভোগী তরুণীর করা মামলায় গত বুধবার তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে এসএ করপোরেশনের কর্মচারী আব্দুর রউফ রাসেলকে (২৮) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম আজাদীকে বলেন, বুধবার রেলওয়ে থানায় ৪ জনকে আসামি করে মামলা করেন ভুক্তোভোগী নিজেই।

৪ জনই রেলওয়ের উদয়ন এঙপ্রেস ট্রেনের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ করপোরেশনের কর্মচারী। এদের মধ্যে জামাল, শরীফ ও রাশেদুলকে বুধবার গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। একজন আসামি পলাতক ছিল। আজ (গতকাল) ভোরে নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে আবদুর রব রাসেল নামের পলাতক সেই আসামিকেও গ্রেপ্তার করতে সক্ষম হই। ভুক্তভোগী নারী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছেন। তার যাবতীয় পরীক্ষানিরীক্ষা হওয়ার কথা রয়েছে।

এদিকে তদন্ত প্রবিেদন না আসা পর্যন্ত উদয়ন এঙপ্রেস ট্রেনে এসএ করপোরেশনের কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে।

পূর্ববর্তী নিবন্ধআনলকড দরজা নিয়ে রানওয়েতে ছুটছিল বিমান, তারপর যা হল
পরবর্তী নিবন্ধআইএমএফের তৃতীয় কিস্তি ছাড়, রিজার্ভ বেড়ে সাড়ে ২৬ বিলিয়ন ডলার