উথিয়ায় অস্ত্র ও গুলিসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৩:০৫ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবির থেকে অস্ত্র ও গুলি নিয়ে আজিজ উল্লাহ (৪৯) নামের এক রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮ টায় লার্নিং সেন্টার সংলগ্ন উত্তর পার্শ্বে ইটের সলিং রাস্তা এলাকায় এই অভিযান চালায় ৮ এপিবিএন পুলিশ।

গ্রেফতার আজিজ ক্যাম্প-১৯ এর ব্লক-এ/১৭ এর মৃত আবুল হোসেনের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএন পুলিশের সহকারি পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের।

তিনি জানান, তাজনিমারখোলা এপিবিএন পুলিশের কাছে গোপন সংবাদ আসে ১০-১৫ জনের একদল রোহিঙ্গা সন্ত্রাসী (আরসা) ক্যাম্প-১৯ এর এ/৫ ব্লকে অবস্থান করে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর জন্য অবস্থান করছে। খবর পেয়ে এপিবিএন পুলিশের একদল চৌকস পুলিশ সদস্য তাদেরকে ধরার জন্য অভিযান চালায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ক্যাম্প ২০ এর দিকে পালিয়ে যেতে থাকলে আজিজ উল্লাহ নামের একজনকে গ্রেফতার করা হয়। সে হত্যা মামলার আসামি। পরে তাঁর কাছ থেকে ১ টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান (এলজি) ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তাকে পুলিশ স্কটের মাধ্যমে উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিদেশি কুটনীতিকরা যাতে দেশের অগ্রগতি সম্পর্কে ভালোভাবে জানতে পারেন সে জন্যই আউটরিচ প্রোগ্রাম : চট্টগ্রামে পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধপুলিশ হেফাজতে মারা যাওয়া সেই শহীদুল্লাহর মামলায় কারাগারে এক আসামি