উত্যক্ত করতে গিয়ে ম্যাজিস্ট্রেটের হাতে আটক দর্জি দোকান কর্মচারী

আজাদী অনলাইন | শনিবার , ২৬ ডিসেম্বর, ২০২০ at ৬:৩৭ অপরাহ্ণ

নগরীতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাধারণ মানুষের মতো অবস্থান নিয়ে একজন নারী উত্যক্তকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছেন। তাকে তিনি ১৫ দিনের কারাদণ্ডও দিয়েছেন।
দণ্ডিত মো. রাসেল (২৫) নগরীর খুলশী থানার কুসুমবাগ ঢেবারপাড় এলাকার বাসিন্দা। বিডিনিউজ
আজ শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে তাকে আটক করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।
তিনি বলেন, “স্থানীয় একটি দর্জির দোকানে কাজ করে রাসেল। ঐ এলাকায় নিয়মিত নারীদের উত্যক্ত করত সে। এ খবর পেয়ে আজ দুপুরে ঢেবারপাড় এলাকায় সাধারণ লোকের বেশে অবস্থান নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।
তিনি বলেন, “ঐ পথ দিয়ে যাওয়ার সময় কর্মজীবী নারীদের উত্ত্যক্ত করার সময় রাসেলকে হাতেনাতে ধরা হয়। এ সময় স্থানীয়দের উত্ত্যক্তের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও কথা বলা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটির কাউখালীতে ৪ মাদক ব্যবসায়ী আটক
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে অপহরণ মামলার আসামি ইয়াবাসহ আটক