উত্তেজনায় ঠাসা এমন ম্যাচই চেয়েছিলেন রোহিত

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৩০ আগস্ট, ২০২২ at ১০:৩৭ পূর্বাহ্ণ

ভারত-পাকিস্তানের লড়াই মানেই দুদলের ভক্ত-সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা। শনিবারের মাঠের লড়াইটাও হয়ে থাকল উত্তেজনায় ভরপুর। এশিয়া কাপে দুদলের লড়াইয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়েছে শেষ ওভারে। শেষ ওভারেও মনে হচ্ছিল জিততে পারে যে কোনো দলই। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার বলছেন, ভারত-পাকিস্তানের মধ্যে এমন উত্তেজনার লড়াই-ই প্রত্যাশা করছিলেন তিনি। মাঝারি পুঁজি নিয়েই ভারতকে ভড়কে দিয়েছিল পাকিস্তান। লোকেশ রাহুল, রোহিত শর্মাদের ফিরিয়েছেন আগেভাগেই। বিরাট কোহলি, সূর্যকুমার যাদবদের চাপের মুখে ফিরিয়ে ভারতকে বেশ ভালোই চেপে ধরেছিল পাকিস্তান। মনে হচ্ছিল ম্যাচ জিততে পারে যে কেউই। তবে হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে ভারত। শেষ ওভারের উত্তেজনা শেষে ২ বল আগে থাকতে জয় নিশ্চিত করেছে রোহিত শর্মার দল।
ম্যাচ শেষে রোহিত বলেন, সাধারণ ক্রিকেট ভক্তদের মতো তিনিও এমন উত্তেজনায় ঠাসা ম্যাচই প্রত্যাশা করেছিলেন। আমাদের ইনিংসে মাঝপথেও পূর্ণ বিশ্বাস ছিল। যেকোনো দলের মধ্যে এই বিশ্বাস থাকাটাই গুরুত্বপূর্ণ । যখন আপনি ম্যাচের নিয়ন্ত্রণে নেই তবু ম্যাচটি শেষ করতে পারছেন। আমি একপেশে জয়ের চেয়ে এমন জয়ই বেছে নেবো।

পূর্ববর্তী নিবন্ধ১০-১৫ রান কম করার আক্ষেপ বাবরের
পরবর্তী নিবন্ধকোয়ালিটি এবং ব্রাদার্স ক্রিকেট একাডেমি ফাইনালে