উত্তাপ ছড়িয়ে কমছে কাঁচা মরিচের দাম

একদিনে কমল কেজিতে ৫০ টাকা নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি ভোক্তাদের

জাহেদুল কবির | রবিবার , ২৩ জুন, ২০২৪ at ৫:৪৫ পূর্বাহ্ণ

সরবরাহ সংকটের অজুহাতে গত সপ্তাহে কাঁচা মরিচের দাম লাগামহীন হয়ে পড়ে। তবে গত দুইদিন ধরে পাইকারী ও খুচরা উভয় পর্যায়ে কাঁচা মরিচের দাম কমছে। গতকাল নগরীর বিভিন্ন সবজির বাজারে কাঁচা মরিচের কেজি বিক্রি হয়েছে ২৪০ থেকে ২৫০ টাকা পর্যন্ত। একদিনের ব্যবধানে কেজিতে কাঁচা মরিচের দাম ৫০ টাকা পর্যন্ত কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নগরীর কাজীর দেউরি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা ক্রেতা আরিফুর রহমান বলেন, প্রতিটি নিত্যপণ্যের দাম বলতে গেলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কাঁচা মরিচ নিয়ে সিন্ডিকেট হচ্ছে। গত দেড় দুই বছর আগেও কাঁচা মরিচের দাম কেজিতে হাজার টাকা ছুঁই ছুঁই হয়। তবে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার ও প্রকাশিত হওয়ায় দাম এখন কিছুটা কমছে। তবে এটি ঠিক, বাজারে প্রশাসনের নিয়মিত অভিযানও নেই। প্রশাসন কেবল রমজান মাস এলে অভিযানে নামে। বাকি ১১ মাস বলতে গেলে কোনো খবর থাকে না।

রেয়াজুদ্দিন বাজারের পাইকারি কাঁচা মরিচ বিক্রেতা ইসমাইল হোসেন আজাদীকে বলেন, চট্টগ্রামের বাজারে পাবনা থেকে সবচেয়ে বেশি কাঁচা মরিচ আসে। কিন্তু গত এক মাস ধরে কাঁচা মরিচের সরবরাহ অস্বাভাবিকভাবে কমে গেছে। শুনেছি পাবনাতে খরা এবং অতি বৃষ্টির কারণে মরিচ গাছগুলো মরে যাওয়ায় কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হয়। কাঁচা মরিচের উৎপাদন চার ভাগের এক ভাগে নেমে আসে। তবে এখন সরবরাহ কিছুটা বাড়ার কারণে গত দুদিনের ব্যবধানে মরিচের দাম নিম্নমুখী রয়েছে। পাইকারীতে আজকে (গতকাল) প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২২০ থেকে ২৩০ টাকায়।

কাজীর দেউরি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা মোহাম্মদ আজম বলেন, পাইকারী বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমার কারণে কোরবানির আগে কাঁচা মরিচের দাম কেজি ৪০০ টাকা পর্যন্ত উঠে। এখন গত কয়েকদিন ধরে সরবরাহ বাড়ার কারণে দামও কমছে। আমরা পাইকারী বাজার থেকে অল্প অল্প কাঁচা মরিচ এনে বিক্রি করছি। শুনেছি, তীব্র গরম এবং কয়েক দিনের বৃষ্টিতে কাঁচা মরিচের ফুল নষ্ট হয়ে গেছে। তাতে উৎপাদনও অনেক কম হচ্ছে, যার কারণে মরিচের দাম উর্ধ্বমূখী ছিল।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এসএম নাজের হোসাইন আজাদীকে বলেন, কাঁচা মরিচ এমন কোনো অত্যাবশকীয় পণ্য না। তারপরও লাফিয়ে লাফিয়ে এই পণ্যটির দাম বেড়েছে। গত বছরও একবার কাঁচা মরিচের দাম ৪০০ টাকা ছাড়িয়ে যায়। বাজার নিয়ন্ত্রণে নিত্যপণ্যের বাজারে নিয়মিত অভিযান চালাতে হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রেষণে এসে চসিকে ১৩ বছর চাকরি, অবশেষে বদলির আদেশ
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ