উত্তর হালিশহরে ওয়ার্ডে জামায়াত প্রার্থী অধ্যক্ষ হেলালীর গণসংযোগ

| রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১০ আসনের ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডে গতকাল শনিবার সকালে গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গণসংযোগকালে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এলাকাবাসীর উদ্দেশে বলেন, জুলাই যোদ্ধাসহ সকল শহীদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। শহীদদের স্বপ্ন পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। গণসংযোগ ও প্রচারণা কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মীসমর্থক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ আহমদ উল্লাহ (ক.) মাইজভাণ্ডারীর ওরশ সম্পন্ন
পরবর্তী নিবন্ধদিলীপ দত্ত