উত্তর সাতকানিয়া বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

| শুক্রবার , ২৫ জুলাই, ২০২৫ at ৬:০৩ পূর্বাহ্ণ

বিএনপি উত্তর সাতকানিয়া ইউনিটের উদ্যোগে মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের স্মরণে এবং সামপ্রতিক বিমান দুর্ঘটনায় অকাল প্রয়াতদের রুহের মাগফিরাতের জন্য গতকাল দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজা শহীদ মেহরিন চৌধুরীকে বিশেষ শ্রদ্ধা জানানো হয়। যিনি ২০ জন শিশুকে বাঁচিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। অনুষ্ঠানটি বিএনপি নেতা রাজিব জাফর চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ জসিম উদ্দিন। এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ এলিয়াস বাবুল, মোঃ মাহতাব উদ্দিন চৌধুরী, মোঃ হাফেজ উদ্দিন লিটন, যুবদল নেতা এজেএম আলমগীর ও ছাত্রদল নেতা মোঃ আদনান। মোনাজাত পরিচালনা করেন মুফতি জলাল উদ্দিন। দোয়া মাহফিলে উত্তর সাতকানিয়া বিএনপি পরিবারের পক্ষ থেকে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রফেসর ড. সিরাজুল ইসলাম আইআইইউসি’র সমাজ বিজ্ঞান অনুষদের ডিন
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৫