জ্বালানি তেল, পরিবহন ভাড়া ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উত্তর সাতকানিয়াস্থ ড্রীম হাউস ক্লাবের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে সাতকানিয়া রাস্তার মাথায় গিয়ে শেষ হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহীর পক্ষে আয়েজিত মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফৌজুল কবির ফজলু, খাগরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, বিএনপি নেতা জসিম উদ্দিন, মমতাজ উদ্দিন সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, নেজাম উদ্দিন, ফৌজুল কবির রুবেল, ওবাইদুল আরফাত, নুরুল আবছার, জসিম উদ্দিন আলমগীর সাকীব, রবিউল ইসলাম, আজিজুল হাসান, যুবদল নেতা দিদারুল আলম, নেজাম উদ্দিন, মো. আলমগীর।