উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ আগস্ট, ২০২৩ at ১০:৪২ পূর্বাহ্ণ

উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কলেজের হলরুমে গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি মো. ইলিয়াস মিয়া তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম। উদ্বোধক ছিলেন কলেজের অধ্যক্ষ মহিবুল কবির জাহেদী। ইংরেজি বিভাগের প্রভাষক রাজু বড়ুয়া’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার, সদস্য জামাল হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস কাবাডি লিগের ফলাফল
পরবর্তী নিবন্ধকেএসআরএম ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন