হাটহাজারী উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম হাফেজ আহাম্মদের (ইপিসিএস) মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কুরআন, দোয়া মাহফিল ও স্মরণসভা গত ২২ জুন বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু নাছেরের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন এনায়েত বাজার মহিলা কলেজের সাবেক অধ্যাপক রোকেয়া বেগম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা রফিক আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসমাইল, সাবেক ইউপি সদস্য সুলতান আহম্মদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নুরুল আলম।
আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ রফিক, শিক্ষক আবদুস সবুর, রহমত উল্লাহ, শিক্ষার্থী ফারজানা আক্তার, তাসলিমা আলম প্রমুখ। সভায় শুরুতে মরহুমের রুহের মাগফেরাত কামনায় খতমে কোরান ও মিলাদ এবং শেষে দোয়া কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











