উত্তর ভূর্ষি লোকনাথ সেবাশ্রম মন্দিরে ধর্মসভা

| শনিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

উত্তর ভূর্ষি মৈতলা লোকনাথ সেবাশ্রমের নবনির্মিত মন্দিরে চার দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান গত ২১ ফেব্রুয়ারি সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে ধর্মসভায় সেবাশ্রম সভাপতি স্বপন কান্তি সেনের সভাপতিত্বে সুব্রত দাশের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন লায়ন অশেষ কুমার উকিল।

প্রধান বক্তা ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ চট্টগ্রাম জেলার সহ সভাপতি অশোক গুপ্ত, সেবক সংঘের সাধারণ সম্পাদক বাবুল দেবরায়, লায়ন প্রদীপ চক্রবর্তী, কেলিশহর ইউনিয়ন চেয়ারম্যা সরোজ সেন, কেলিশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম বাচা, কমরেড গোপাল কৃষ্ণ দাশ। আরো বক্তব্যে রাখেন মিন্টু কুমার দে, কৃষ্ণ কুমার দাশ, উৎপল দে, নারু প্রসাদ দাশ, প্রণব শীল, বাবলা দে, সুবল দে, সাজু সেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅদ্বৈত-অচ্যুত মিশনের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প
পরবর্তী নিবন্ধঐক্য পার্টির মতবিনিময় সভা