উত্তর পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ সভা

| বৃহস্পতিবার , ৭ জানুয়ারি, ২০২১ at ১০:৩১ পূর্বাহ্ণ

চসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে উত্তর পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সভা মঙ্গলবার রাতে স্টিল মিলের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের আয়োজনে এ সভা হয়।
ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সহ-সভাপতি শাহাদাত হাসানের সঞ্চলনায় এতে উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রার্থী আবদুল বারেক, আহ্বায়ক আবদুল হালিম, নূর মোহাম্মদ, ইউসুফ কোম্পানী , নূর মোহাম্মদ মেম্বার, জাহিদ হোসেন, শাসমুল আলম, সুকমার শীল, সাদেকুর রহমান, মঈনুদ্দিন, বাবুল হোক, আবুল কাশেম, সুলতান গিয়াসউদ্দিন, জামাল উদ্দিন, লোকমান, নূরুল আকতার, মনজুর আলম, আবু সৈয়দ, এডভোকেট মোহন লাল, জসিম উদ্দিন, জাবেদ, ইদ্রিস, কামাল উদ্দিন, মাহমুদল হক, আবদুল হক, মিজানুর রহমান, সাহাবুদ্দিন, আবদুর সালাম, জাহাঙ্গির আলম, মুনছুর আলি, সুলতান আহম্মেদ, ডা. ফনিন্দ, রাশেদ, জোহর আলম, জসিম উদ্দিন, যুবলীগ নেতা ওয়াহিদ হাসান, শান্ত, শওকত রানা, নজুরুল ইসলাম, সালাউদ্দিন, মিজানুর রহমান মিজান, তৌসিফ প্রমুখ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তবায়নে উত্তর পতেঙ্গা ওয়ার্ডের আওয়ামী পরিবার জনগণকে সাথে নিয়ে কাজ করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৫
পরবর্তী নিবন্ধছালেহ আহম্মদ স্মৃতি যুব উন্নয়ন পরিষদের কম্বল বিতরণ