উত্তর পতেঙ্গায় মশক নিধন কার্যক্রম

| সোমবার , ১ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:২৫ পূর্বাহ্ণ

উত্তর পতেঙ্গায় মশার প্রজনন ধ্বংসে পরিবেশবান্ধব ওষুধ ছিটানোর কার্যক্রমের উদ্বোধন করেছেন ৪০ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আবদুল বারেক। গতকাল রোববার তিনি মুসলিমাবাদ জেলে পাড়ায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, ময়লা-আবর্জনার মধ্যে মশা বংশ বিস্তার করে। তাই এডিশ মশার প্রজনন ধ্বংসে আমাদের নিজ বাসাবাড়ি, আঙিনা পরিষ্কার রাখতে হবে। তিনি বলেন, প্রতিদিন ৮-১০ হাজার টাকার ভর্তুকি দিয়ে দায়িত্ব গ্রহণের আগে থেকে জনগণের সেবায় মাঠে নেমে পড়েছি। মশার উপদ্রুপ থেকে ওয়ার্ডবাসীকে রক্ষা করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিদিন ১০ জন পরিচ্ছন্নকর্মী বিভিন্ন এলাকায় গিয়ে মশার ওষুধ ছিটাবে। তিনি আরও বলেন, নগরীর কোনো এলাকায় মশার সমস্যা থাকলে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর, স্বাস্থ্য কর্মকর্তাকে জানাবেন। প্রয়োজন হলেও আমাকেও জানাবেন। এর আগে আবর্জনায় ভরাট হওয়া মুসলিমাবাদ খাল পরিস্কার কার্যক্রমে অংশ নিয়ে তিনি চসিক পরিচ্ছন্নতাকর্মী ও এলাকাবাসীর সহায়তায় খালের উপর গড়ে উঠা একাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেন। এসময় উপস্থিত ছিলেন চসিক পরিচ্ছন্নতা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম, মঈন উদ্দিীন (মনির সওদাগর), হাজী নুরুল আবছার, শওকত, নাজিম, মো. নেজাম উদ্দিন, মো. মোস্তফা কামাল, রফিক, আবুল কাশেম, জয়নাল আবেদীন, মাসুদ খান, আলাউদ্দিন, শাহাদাত, ওসমান, বশির, সোনা বাবু দাশ, পান্না দাশ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকবি শওকত হাফিজ রুশ্নি ছিলেন মুক্তিযুদ্ধের বীর সেনানি
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় এনামুল হক সিকদার স্মরণে সভা